ভুল করে টিন সার্টিফিকেট খুলে পেলেছেন করণীয় কি? What to do if you got the tin certificate by mistake



আমরা যারা ভুল করে বা শখ করে টিন সার্টিফিকেট (TIN) খুলে পেলেছেন করণীয় কি।পর পর তিন বছর জিরো রিটার্ন দাখিল করতে হবে।তারপর আপনার নির্বন্ধিত সার্কেলে গিয়ে টিন সাটিফিকেটটি বাতিলের জন্য আবেদন করতে হবে।যদি আবেদন গ্রহণ করে এবং সময় নিয়ে থাকে।তারা যে সময় দিয়েছে ঐই সময়ের মধ্যে গিয়ে খোঁজ খবর নিবেন যদি বাতিল না করে তাহলে রিটার্ন জমা দিতে হবে।বাতিল হওয়া ভাগ্যের বিষয়। আমার জানামতে সহজে টিন সার্টিফিকেট বাতিল করে না।তবুও আপনার আরো বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন - ভুুুুুুলবশত TIN করেছেন এখন করনীয় কি?  




Post a Comment

Previous Post Next Post