seo ছাড়াও ওয়েবসাইটে ভিজিটর আনবো ? Seo will bring visitors to the website



আমরা যারা seo করতে পারি না তাহলে কোন উপায়ে ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবো। ফেসবুক গ্রুপ ব্যবহার করেও ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন।কিন্তু আপনি যে পোস্টটি করবে সে পোস্ট যেনো গ্রুপটি কোন বিষয় তা দেখে তা সম্পর্কে লিখবেন যেনো বিস্তারিত পড়ার জন্য আপনার ওয়েবসাইট যায়।ফেসবুক পেইজে এর মাধ্যমেও ভিজিটর আনতে পারবেন।পেইজে যে সম্পর্কে পোস্ট হয় এই সম্পর্কে লিখবেন যেনো আপনার ওয়েবসাইটে ভিজিটর যায়।ইউটিউব এর মাধ্যমেও ভিজিটর বাড়ানো যায়।ইউটিউবে যে ভিডিওটি তৈরি করছেন বলবেন যে আরো বিস্তারিত জানতে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে সেখান থেকেও ভিজিটর পেতে পারেন।

Post a Comment

Previous Post Next Post