আবুল খায়ের টোব্যাকো এর একটি পদবী হচ্ছে marketing representative (MR) এর বাংলা অর্থ হচ্ছে- প্রচার প্রতিনিধি।কেউ এ পদটি সম্পর্কে জানতেও পারেন আর যারা এ পদটি সম্পর্কে জানেন না তারা এ পদে চাকরি করার আগে জেনে নিন।এ পদের কাজ হল - দোকানে রঙ দেয়া, দোকানে পোষ্টার লাগাতে হবে,SR না আসলে তার রোডে গিয়ে মাল বিক্রি করতে হবে এবং অফিসার যে সব কাজের আদেশ করবে সব গুলো করতে হবে ।এ পদে চাকরি করতে হলে অনেক পরিশ্রমি হতে হবে।আমি যেতুটুকু এ পদটি সম্পর্কে জানি এতটুকু বললাম।
Tags:
চাকরি সম্পর্কিত