সাজিয়ে ঘুচিয়ে তৈরি করুণ আপনার জীবনবৃত্তান্ত ? Organize your resume



অনেকে সুন্দর ভাবে বা সাজিয়ে ঘুচিয়ে জীবনবৃত্তান্ত তৈরি করতে না পারায় চাকরি পাচ্ছে না।তাই প্রথমে সুন্দর জীবনবৃত্তান্ত তৈরি করে চাকরি জন্য আবেদন করা, লিংকডিন প্রোফাইল সুন্দর ভাবে সাজানো,বিডিজবস প্রোফাইল সুন্দর করে সাজিয়ে ফেলুন। আপনি সুন্দর করে সাজিয়ে ঘুচিয়ে জীবনবৃত্তান্ত তৈরি করতে পারছেনা,আবার লিংকডিন প্রোফাইল সুন্দর ভাবে সাজাতে পারছেন না,আবার বিডিজবস প্রোফাইল সুন্দর ভাবে সাজাতে পারছেন না তাহলে এখন উপায়? 


জীবনবৃত্তান্ত, লিংকডিন,বিডিজবস প্রোফাইল সাজিয়ে ঘুচিয়ে তৈরি করার জন্য এখন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন কোন প্রতিষ্ঠানটি ভালোভাবে কাজ করে। তারপর তাদের থেকে কাজ করিয়ে নিবেন। আমার জানা একটি প্রতিষ্ঠান HR PERCEPTION তাদের ওয়েবসাইট - www.hrperception.com । তাদের হেল্প লাইন - 01876966969 । তারা সিভি রাইটিং প্রতিষ্ঠান আপনি খোঁজ খবর নিয়ে ভালো লাগলে তাদের থেকে কাজ করাতে পারেন।কোন প্রতিষ্ঠানে কাজ করাবেন এটা আপনার ইচ্ছে। 

Post a Comment

Previous Post Next Post