বর্তমান বিশ্বে শুরু হয়েছে প্রতিযোগীতা। আমার আগে দেখতাম ছাত্র জীবনে প্রতিযোগীতা। এখন রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং প্রযুক্তি ক্ষেত্রে শুরু হয়েছে প্রতিযোগিতা। চ্যাটজিপিটি হচ্ছে একটি চ্যাটবট কিন্তু উন্নত করে হাই কোয়ালিটির চ্যাটবট তৈরি করেছে গুগল। ChatGPT পর গুগল চালু করল আরেক AI প্রযুক্তি Google Bard AI ১০ মে ২০২৩ এ চালু হয়েছে। গুগল এটি চালু করার কারণ ChatGPT-3 ভার্সনের সাথে প্রতিযোগিতা করে।গুগলের সিইও নিজে একটি অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে তথ্য দিয়েছেন। এটি সম্পূর্ণ ভাবে কাজ শেষ হলে বাজারে লঞ্চ হবে । এটি পরীক্ষায় ক্ষেত্রে কিছু পরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
(ChatGPT ও Google bard AI এর পার্থক্য)