ডুয়াল কারেন্সি কার্ড কি? What is a dual currency card

dual currency card

আসসালামু আলাইকুম, বর্তমানে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করাতে আগ্রহী।আজকে ডুয়াল কারেন্সি কার্ড পেতে হলে কি প্রয়োজন,বাংলাদেশে কোন কোন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে তা তুলে ধরবো।

বাংলাদেশের যে কয়েকটি ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে - ডাচ বাংলা ব্যাংক,ইষ্টান ব্যাংক,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাক ব্যাংক। যে ব্যাংক গুলোর নাম দিয়েছি এগুলো আমার জানার মধ্যে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে। অন্য কোন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করছে কিনা দেখতে পারেন।

- ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার জন্য -


১-  বাংলাদেশী নাগরিক হতে হবে

২-  বিদ্যুৎ বিল লাগবে

৩- বাংলাদেশর পাসপোর্ট থাকতে হবে

৪- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

৫- সচল সিম ও ইমেইল এর প্রয়োজন হবে

এটা মনে রাখবেন পাসপোর্ট ছাড়া কার্ডটি করতে পারবেন না।কারণ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে পাসপোর্ট লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড গুলো প্রিপেইড কার্ড বলা হয়ে থাকে।এ কার্ডেট বাৎসরিক খরচ নেই।উদাহরণ কার্ডের মেয়াদ যদি ৩ বছর হয় তাহলে এককালীন ফি নিয়ে থাকে।

Post a Comment

Previous Post Next Post