বিক্রয় প্রতিনিধি পদবী সম্পর্কে? ( About sales representative post)

sales representative

আবুল খায়ের টোব্যাকো এর একটি পদবী হচ্ছে sales representative (SR) এর বাংলা অর্থ হচ্ছে বিক্রয় প্রতিনিধি। কেউ এ পদটি সম্পর্কে জানতেও পারেন আর যারা এ পদটি সম্পর্কে জানেন না তারা এ পদে চাকরি করার আগে জেনে নিন।এ পদের কাজ হল - মাল বিক্রি করা।কোম্পানি যে রোডে দায়িত্ব দিয়েছে এইসব রোডের দোকান গুলোতে কোম্পানির দেওয়া দামে বিক্রি করতে হবে।যদি বিক্রি করতে গিয়ে লস/ক্ষতি হয় কোম্পানির দেওয়া টাকা বুঝিয়ে দিতে হবে।বিকালে অবিক্রীত মাল গুলো এবং বিক্রি করা মালের দাম বুঝিয়ে দিতে হবে ডিলারের দেওয়া ম্যানেজারের কাছে। আবার marketing officer (MO) যদি মাল বিক্রি কম হয় তাহলে তিনি জিজ্ঞেস করবে কি কারণে কম বিক্রি হয়েছে তখন তাকে জানাতে হবে কারণ গুলো।এ পদে চাকরি করতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ও কোন কোন সময় লস ও দিতে হয়।বেশিরভাগ সময় টার্গেট পূরণ করার জন্য লস দিয়ে থাকে। আমি যেতুটুকু এ পদটি সম্পর্কে জানি এতটুকু বললাম।যদি এ পদে চাকরি করতে চান অাপনি আপনার মত করে খোঁজ খবর নিয়ে নিবেন।

Post a Comment

Previous Post Next Post