এডেসেন্স পেতে শর্ত মেনে আবেদন করুন | Eligible to apply to get ADSense

 





গুগুল এডসেন্স পেতে শর্ত মেনে আবেদন করুন। আমাদের ওয়েবসাইট থাকলে চিন্তা করি কিভাবে ইনকাম করা যায়। তাই আমরা চিন্তা করি কিভাবে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করতে পারবো।গুগলের একটি প্রতিষ্ঠান হচ্ছে গুগুল এডসেন্স।এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করতে হলে তাদের দেওয়া সকল শর্ত মেনে আবেদন করতে হয়। আবেদন করার পর তার সকল তথ্য গুলো যাচাই করে দেখবে সকল তথ্য সঠিক কিনা সঠিক হলে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করার অনুমতি দিবে তথ্য সঠিক না হলে অনুমতি দিবে না। একজনের নামে গুগল এডসেন্সে একবারই আবেদন করতে পারবে।

- শর্ত গুলো -


১- ইউনিক পোষ্ট করতে হবে।

২- যে পোষ্ট গুলো করবেন নিজের হতে হবে ( কপিরাইট কোন পোষ্ট দেওয়া যাবে না) 

৩- ভিজিটর থাকতে হবে।

৪- এবাউট, যোগাযোগ পেইজে তথ্য দেওয়া থাকতে হবে।

৫- ভোটার আইডিতে যে নাম দেওয়া আছে এ নাম দিবেন।

৬- ভোটার আইডিতে দেওয়া ঠিকানা ব্যবহার করবেন।


আবেদন করার আগে যদি শর্ত গুলোর বিষয় জানতে চান তাহলে ইউটিউব থেকে জানতে পারবেন। 

Post a Comment

Previous Post Next Post