ChatGPT নতুন বিপ্লব। ২০২২ সালের নভেম্বরের ৩০ তারিখ ChatGPT উন্মুক্ত হয়।মাত্র ৫ দিনের মাথায় ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে।এটা পৃথিবীতে এ মূহুর্তে একটা রেকর্ড। কারণ টুইটারের মত জনপ্রিয় একটি সাইট ১ মিলিয়ন গ্রো হতে ২ বছর সময় লেগেছিল। ফেসবুকের লেগেছিল ১০ মাস ড্রপবক্সের লেগেছিল ৭ মাস তার মানে আগামী দিনের ChatGPT ব্যবসার পরিধি বিশাল।
openAI এর প্রতিষ্ঠাদের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ইলন মাস্ক।২০১৫ সালে ইলন মাস্ক তার ৬ জন সহযোগী সহ openAI প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনটি ভার্সন রয়েছে। ChatGPT মূলত হচ্ছে এমন একটা চ্যাটবট যেটা মানুষের সাথে মানুষের মতই চিন্তা ভাবনা করে যে কোন প্রশ্নের উত্তর খোঁজে দিতে পারে আপনাকে।
আপনার দৈনিন্দন জীবনে এমন কাজ রয়েছে যেটা ChatGPT খুব সহজে সম্পন্ন করে দিতে পারে। যেমন - একটা ইমেইল লেখা, গ্রামার আর্টিকেল মিসটেক চেক করা,একটা প্রেজেন্টেশন তৈরি করা,একজন ছাত্র তার গণিতের সমাধান এখানে পাবে।তেমনি একজন প্রোগরামার তার প্রোগামিং জনিত সমাধান পেতে পারেন।এটা প্রমাণিত হয়েছে যে কোন ধরনের ভাগ সমাধানে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।