🎯 আমরা যারা অনলাইনে ব্যবসা করি তাদের কাছে ফেসবুক পেজ একটা বড় সম্পদ।
⚡️ আমাদের ফেসবুক পেজের নিরাপত্তা অনেক জরুরি। পেজের উপর ভিত্তি করেই আমরা সব কাজ করে থাকি।
১। মূল এডমিন প্রোফাইলে নাম NID এর সাথে হুবহু মিল রাখতে হবে। এখানে নাম, জন্ম তারিখ বিশেষ ভাবে ফেসবুক চেক করে থাকে।
২। মূল এডমিনের প্রোফাইল আইডি ভেরিফাই করে নিতে হবে NID কিংবা Passport দিয়ে।
3। মূল এডমিনের প্রোফাইলের ফোন নাম্বার চালু ও সেফ থাকতে হবে।
৪। মূল এডমিনের প্রোফাইলের পাসওয়ার্ড শক্তিশালী হতে হবে। যেমনঃ 'বিশেষ কিছুর নাম@১২৩৪', জন্মতারিখ, মায়ের ফোন নম্বর, ছেলের নাম, বউয়ের ফোন নম্বর, এমন যেন না হয়।
৫। মূল এডমিনের প্রোফাইলের রিকভারী ইমেইল এড্রেস ও ফোন নম্বর ঠিক থাকতে হবে এবং পাসওয়ার্ড শক্তিশালী হতে হবে।
৬। ঠিক উপরের সবগুলো ঠিক রেখে আরেকজন বিশ্বস্ত নিজের মানুষকে ব্যাকআপ এডমিন দিয়ে রাখা উচিত। মরে গেলে যেন আমার উত্তরাধিকাররা পায় ঠিকঠাক এটার ব্যবস্থা করা।
৭। অচেনা, অল্প বা স্বল্প পরিচিত কাউকে এডমিন বানানো উচিত না। কাজের প্রয়োজনে দ্রুত পেজকে সঠিক ভাবে সাজানোর জন্য অনেকে আমাদেরকে এডমিন বানিয়ে দেন। অচেনা বা অল্প পরিচিত মার্কেটিং এজেন্সিকে বিশ্বাস করাটা খুবই ঝুকিপূর্ণ। যেকোন সময় ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে।
৮। Page Roles এ কারা আছে বা Page Access কাদের কাছে আছে এটা খেয়াল করে দেখবো। অচেনা অপরিচিতদের রিমুভ করে দিবো এটা খুবই জরুরী।
৯। হুটহাট ফেসবুক বা মেটা স্যুটের নামে আসা লিংকে ক্লিক না করা।
হাজার হাজার পেজ এমন হ্যাকারদের কবলে পড়ে নিজেদের বিজনেস পেজ হারিয়ে ফেলেছেন।
১০। যারা পেইড মার্কেটিং করাচ্ছেন তাদের জন্য একটা ভয়াবহ চিন্তার কারন হলো যাদের টাকা দিয়ে মার্কেটিং সার্ভিস নিচ্ছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আপনার থেকে টাকা নিচ্ছে ঠিকই কিন্তু সময় মত ফেসবুককে ডলার পে করছে না। এর ফলে অনেক পেজ কে রেস্ট্রিক্টেড পেয়ে পেজ হারাতে দেখেছি।
:- সংগ্রহ করা হয়েছে।