Adsterra network এ একাউন্ট খুলবো কিভাবে?

Adsterra network


গুগল এডসেন্স এর মতই adsterra থেকে কোড   নিয়ে আপনার ওয়েবসাইটে কোড বসিয়ে ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স এর বিভিন্ন শর্ত মেনে আবেদন করতে হয়। আবেদন করার পরে তারা রিভিউ করে সব কিছু সঠিক পেলে তখন আবেদনটি মঞ্জুর করে।

যারা মনে করছেন যে গুগল এডসেন্সে আবেদন করলে আবেদনটি বাতিল করে দিবে বা যারা মনে করছেন যে গুগল এডসেন্স এর দেওয়া শর্ত গুলো এখনো পুরোন হয়নি পুরোন হলে করবেন বা যারা আগে এডসেন্সে আবেদন করেছিলেন আবেদন মঞ্জুর করে নি তাদের জন্য adsterra থেকে ইনকামের সুযোগ। কিন্তু adsterra এ কোন শর্ত নেই এমনইতে আবেদন করতে পারে।

 একাউন্ট লগইন করেই আপনার ওয়েবসাইটটি সেট করে ওয়েবসাইটের কোন পাশে এড দেখাবেন এগুলোর কোড গুলো নিয়ে আপনার ওয়েবসাইটে বসাতে হবে। যে কাজ গুলো ভুলেও করবেন না - নিজের ওয়েবসাইটে যে বিজ্ঞাপন গুলো দেখাচ্ছে এগুলোতে আপনি ক্লিক করবে না। আপনি যদি মনে করে থাকেন আমি নিজেই ক্লিক করে তাহলে ইনকাম বাড়বে।এ কাজটি করলে আপনার একাউন্টটি বাতিল হয়ে যাবে।

1- 


2-

3-

4-

5-

6-

7-



Post a Comment

Previous Post Next Post