আসসালামু আলাইকুম, আপনার যদি ব্লগ বা একটি সাইট থাকে অথবা এমন কিছু শুরু করার কথা ভেবে থাকেন তাহলে মনে রাখবেন অনলাইনে এখনো টাকা উপার্জন করার সুযোগ রয়েছে।ব্লগ কে বিভিন্ন ভাবে মনিটাইজ করে উপার্জন করতে পারেন।কিন্তু অনেকেরই এটা না জানার কারণে ব্লগিং এর প্রতি অনিহা সৃষ্টি হয়েছে। কিভাবে সহজে ব্লগিং করে টাকা উপার্জন করতে পারেন তা নিচে উল্লেখ করে দিয়েছি।
১- বিজ্ঞাপন ( গুগুল এডসেন্স) সহ বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি থেকে
২- অ্যাফিলিয়েট মার্কেটিং
৩- সরাসরি বা ডিজিটাল সেল
৪- সাবস্ক্রিপশন
৫- কোচিং করিয়ে
৬- স্পন্সরশীপ
এখানে যে ৫ টি উপায় এ গুলো মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।