ভোগান্তি ছাড়াই খুব সহজে অনলাইনে ইউপি হোল্ডিং ট্যাক্স প্রদান করুন


ডিজিটাল ইউনিয়ন পরিষদ নিয়ে এলো "ইউপি ট্যাক্স অটোমেশন"। হোল্ডিং ট্যাক্স প্রদানের ক্ষেত্রে জটিল ও হয়রানি হ্রাস করার জন্য "ইউপি ট্যাক্স অটোমেশন" সফটওয়্যারটি তৈরী করা হয়। এই সফটওয়্যার এর মাধ্যমে কোন প্রকার ভোগান্তি ছাড়াই খুব সহজে যে কোন স্থান হতে অনলাইনে ট্যাক্স প্রদান ও ট্যাক্সের চলতি ও বকেয়া টাকা যাচায় করার মাধ্যমে নাগরিক সেবা প্রদান/গ্রহন করতে পারবে। 

পূর্ণাঙ্গভাবে ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনার কাজকে আরো সহজতর করে এক সাথে সকল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্যাক্স প্রদানের পর গ্রাহকের নিকট স্বয়ংক্রিয়ভাবে ভাবে এসএমএস প্রেরন।

সুবিধা সমূহ



১ - এসেসমেন্ট আবেদন এর মাধ্যমে ট্যাক্স কার্যক্রম শুরু হয়।

২ - এসেসমেন্ট এর তালিকা তৈরী করা হয়। 

৩ - গ্রাম, মহল্লা ও ওয়ার্ড ভিত্তিক তালিকা পাওয়া যায়।

৪ - অনলাইনে ট্যাক্স প্রদান করা যায়।

৫ - অনলাইনের মাধ্যমে ট্যাক্সের চলতি ও বকেয়া টাকা যাচাই করতে পারে।

৬ -ট্যাক্স প্রদানের পর গ্রাহকের নিকট স্বয়ংকৃত ভাবে এসএমএস প্রেরন।

৭ - অডিট সংক্রান্ত যাবতীয় হিসাব সমূহ স্বয়ংক্রিয় ভাবে তৈরী হয়।

৮ - একাদিক ইউজার প্যানেল ব্যবহারের সুবিধা থাকায় হিসেবের তথ্য এন্ট্রি দিতে বিলম্ব বা কোন ঝামেলা সৃষ্টি হয় না।

৯ - CSV ফাইল মাধ্যমে এসেসমেন্ট তথ্য আপলোড করার সুবিধা রয়েছে।

অনলাইন পেমেন্ট গেটওয়ে

যে কোন স্থান হতে অনলাইনে ট্যাক্স প্রদান করতে নিন্মোক্ত সেবা গ্রহণ করুন :- বিকাশ,নগদ,রকেট,শিওরক্যাশ,উপায়,Ucash


1 Comments

Previous Post Next Post