ভূমি উন্নয়ন কর প্রদান অনলাইনে


 

ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করুণ ও চেক করুণ অনলাইনে এ তার জন্য https://land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুণ এবং ভূমি কর প্রদান করুণ। বাংলাদেশ একসময় ভূমি উন্নয়ন কর প্রদান অনেকটা জটিল ছিল যা ভূমি অফিসের প্রধান করতে হতো , তবে বর্তমানে ভূমি অফিসে না গিয়ে আপনি ঘরে বসেই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন অনলাইনের মাধ্যমে।




এছাড়াও আপনার কাজটি সঠিকভাবে প্রধান হয়েছে কিনা তা আপনি অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। তার জন্য আপনার  https://ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে দেখে নিতে হবে । আপনার খাজনা কত টাকা তা নির্ভর করবে আপনার জমির উপরে এবং আপনি কতবছরের খাজনা প্রদান করবেন তার উপরে। তাই আপনি খাজনা প্রদানের আগে অবশ্যই আপনার কত টাকা খাজনা হয়েছে তা জেনে নিবেন ।

Post a Comment

Previous Post Next Post