ভ্রমণ করলেই দিতে হবে কর

 


জাতীয় সংসদে আয়কর আইন পাস সেখানে বলা হয়েছে ভ্রমণ করলেই দিতে হবে কর। নতুন আইনে করবর্ষের শেষ তারিখে ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে, বছরের কোনো সময়ে চিকিৎসা বা ধর্মীয় উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণ করলে সম্পদ ও দায়ের বিবরণী জমা দেওয়া (রিটার্ন) বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। রোববার (১৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আমাদের দেশের বেশিরভাগ জনগণই বিদেশে যায় উপার্জন করতে। তাদের পাসপোর্ট করতে হচ্ছে, ভিসার জন্য প্রচুর টাকা দিতে হচ্ছে এবং টিকেটের টাকা লাগছে বর্তমানে ডিজেলের দাম বৃদ্ধির কারণে টিকেটের দামও প্রচুর। আমি চিন্তা করে দেখলাম তারা যে অনেক টাকা খরচ করে অর্থ উপার্জনের জন্য বিদেশে গিয়ে রেমিট্যান্স পাঠাচ্ছে সেখান থেকে তো কর পাচ্ছে সরকার এবং দেশ উন্নত হচ্ছে তাহলে তারা কেনো বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভ্রমণ কর দিবে ?। যারা বিদেশে ঘুরতে যায় তাদের থেকে ভ্রমণ কর আদায় করতে পারে।

Post a Comment

Previous Post Next Post